সেলাই দিদি মণি, ক্ষমা করো আমায়

এই দিদি মণি, দিদি মণি, সেলাই দিদি মণি
ছল ছল চোখে সেই দিদি মণি।
দিদি মণি দিদি মণি, সেলাই দিদি মণি
এই শহরে তোমার পাশে আমিও যে থাকি,
ও লাল টুক টুক সেলাই দিদি মণি।
দিদি মণি নিও তুমি আমার ভালোবাসা,
তোমার চোখে দেখি আমি রঙ্গিল দিনের আশা।
সারদিনও খাটো তুমি, ঝরাও দেহের ঘাম,
মহাজনে দেয় কি তোমার ঘামের সঠিক দাম।
কখনো তুমি শিল্পি আর কখনো তুমি নারী,
কখনো তুমি প্রেম, কায়া, কখনো প্রতিবাদী।
চলতি পথে তোমার সাথে যখনি হয় দেখা,
ইচ্ছা করে শুনায় তোমায় মনের দুটি কথা।
কার লাগিয়া ছলছল কাজল দুটি আখিঁ,
কেউ কি তোমায় কাথা দিয়ে, কথা রাখে নিয়।
 
#নগর ভাউল 
 
 
ক্ষমা করো আমায় দিদি মণি ...... কিছুই করতে পারলাম না তোমাদের জন্য।
 

No comments: