ভাবমূর্তি জিনিসটা কি? খায় না গায়ে পড়ে !!!!!!!!!!!!


দেশের প্রেসিডেন্ট, বর্তমান আর সাবেক মন্ত্রী, এম.পি রা যখন দূরে গিয়ে মরে (সিঙ্গাপুরে চিকিৎসা করতে গিয়া) আর বিদেশীরা জানতে পারে বাংলাদেশ নামক দেশটির চিকিৎসা ব্যবস্তা এত ভালো যে !!!! , সেই দেশের অভিবাবকরা নিজেদের চিকৎসা বিদেশে গিয়ে করে তখন দেশের ভাব মূর্তি নষ্ট হয় না কিন্তু হতভাগা শ্রমিকদের উদ্ধার করার জন্য বিদেশীদের সাহায্য নিলে দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে। !!!!

 

বিভন্ন দেশে বিভিন্ন সমায় আমরা দেখেছি দুর্ঘটায় আক্রান্ত দেশ চিরশত্রু দেশ থেকেও সাহায্য নেয়। কারন মানবতা তখন সবার আগে চলে আশে। ভারমূর্তি বা শত্রুতা নয়। আর বাংলাদেশকে যারা সাহায্যের জন্য হাত বাড়িয়েছিলেন তারা আমাদের শত্রু নয়।

 

তাহলে কি ধরে নেব আমরা যাদের আদর করে সেলাই দিদি মণি, গোল্ডেন গার্ল বিভিন্ন নামে ডাকি তারা মানুষ নয়!!!!!



এই কথা ঠিক তাদের ঘামের দাম আমরা দিতে পারিনা, অর্থনীতির উন্নায়নের নামে আমরা তাদের বেতন বাড়ানোর কথাও বলি না, দিনের পর দিন ঘম ফেলে আর মহাজনরা বিত্তের উপর বিত্ত বানায়। তাও মেনে নিলাম। কিন্তু তাদের বাঁচতে তো দেবান।



 

আমাকে কি কেউ বুঝায় বলবেন ভাবমূর্তি জিনিসটা কি?। খায় না গায়ে পড়ে।
এম.বি তে আমার গবেষোনার বিষয় ছিল ব্রান্ডিং। সোজা বাংলায় বলতে গেলে ভাবমূর্তি কি, কিভাবে গড়তে হয় তা নিয়ে অনেক কিছু পড়তে হয়েছে। কিন্তু আজকে বুঝলাম ভাবমূর্তি সর্ম্পকে আমি যা জেনেছি তা সবেই ভুল। আমাকে কি কেউ একটু বুঝিয়ে দেবান।

 

 

No comments: