বাংলাদেশে ক্রিকেটঃ যে শিরনাম আর দেখতে চাই না

"ভাগ্য কে দুষলেন বাংলাদেশ", "লড়াই করে হারলো বাংলাদেশ" "অল্পের জন্য হারল বাংলাদেশ"। 

আমি একশত ভাগ নিশ্চিত এই শিরনাম আমরা কেউ আর দেখতে চাই না। গত দুইটি হার যতটা না পরাজয় তারচেয়ে বেশি কষ্টের। এমন কাছে গিয়ে হেরে যাওয়া যায় একবার, কিন্তু দুইবার (বাংলাদেশের ক্ষেত্রে বার বার) মানা টা বেশ কষ্টের। কষ্টটা যেমন দর্শকদের, দেশের মানুষের, তেমনি খেলোয়াদেরও। কেউ ইচ্ছা করে হারতে চাই না। অন্তত বার বার না। আর আই সি, সি এর কাছে যখন আমাদের যোগ্যতা প্রশ্নের সম্মুখীন তখন তো অবশ্যই না। 



আমরা চাই প্রতিটা হারের ময়না তদন্ত। হারের কারন কি? এটা কি দক্ষতার অভাব, এই রখম পরিস্তিতিতে অভিজ্ঞতার অভাব? দলিয় সমন্নয়ের অভাব? নেত্বতের অভাব? অথবা অন্য কিছু। 

কাউকে একক ভাবে দোষদিয়ে, বলি পাঠ বানিয়ে বা ভগ্যের উপর ছেড়ে দিয়ে আর আগানো যাবে না। এক বা দুই জনের উপ ভরসা করলে পরিনতি হবে আরো ভয়াবাহ। 
চাই সঠিক তদন্ত, কারন খুজে বেড় করা, আর এর জন্য সঠিক ট্রেনিং দেওয়া। 

অভিজ্ঞতার সমস্যা হলে একই ধরনের পরিস্তিতি তৈরীকরে তার অনুশিলন করা, মানস্তাথিক সমস্যা হলে এর সমাধান বের করা। 

১৯৯৭ এর মালেশিয়ার সেই যুগান্তকারী ম্যাচের পর পেরিয়ে গেছে প্রায় ১৭ বছর। হ্যাঁ এখন আমাদের দিনে আমরা যে কোন দল কে হারাতে পারি। কিন্তু এখনো জিতের জন্য আমরা অনেকটা ভগ্যের নির্ভর করি। জিততে হলে অনেক সময় ভাগ্যের সহায়তা লাগে। তবে। বাংলাদেশের ক্রিকেট কে এ পজিশন থেকে এগিয়ে নিতে হলে ভাগ্যের উপর নির্ভতা কমাতে হবে। 

পরিশেষ শুধু একটাই আশা এগিয়ে চল টাইগার। 

No comments: